ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

যশোর: জেলার চুড়ামনকাটিতে সেচ্ছাসেবক লীগ নেতা শিমুল হত্যার ঘটনায় বুলবুল ও নাঈম নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার (২২ মার্চ) রাজধানী ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামের তরিকুল ইসলামের বাড়ির সামনে এ হত্যাকাণ্ড হয়।

নিহত শিমুল হোসেন (৪০) গোবিলা গ্রামের মোকলেছুর রহমানের ছেলে। তিনি চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

প্রাথমিকভাবে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, শিমুল হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি বুলবুল ও নাঈমকে শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
ইউজি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।