ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়ায় প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৫ প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
কালিয়ায় প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৫ প্রাণ

নড়াইল: গণসংযোগ করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে প্রাণে রক্ষা পেয়েছেন আসন্ন নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সালামাবাবদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম নাজমুল হক প্রিন্সসহ পাঁচজন।

শনিবার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগে বের হয়ে নড়াগাতি থানার বাঐসোনা ইউনিয়নের রামপুরা নামকস্থানে যাওয়ার পরে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হলে খবর পেয়ে কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।  

গাড়ির পেছনে মোটরসাইকেলে থাকা কর্মীরা জানায়, সড়কে ছড়িয়ে রাখা শুকনা খেসারি কলাই উত্তপ্ত সাইলেন্সার পাইপে জড়িয়ে আগুন ধরে যায়। আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে আমরা সেটা দেখতে পেয়ে চিৎকার করে গাড়ি থামাতে বলি। দ্রুত গাড়িতে থাকা প্রিন্সসহ তার পাঁচ সমর্থকে অক্ষত উদ্ধার করা হয়েছে। তবে গাড়িটি নিমিষেই পুড়ে ছাই হয়ে যায়।  

এ বিষয়ে নাজমুল হক প্রিন্স বাংলানিউজকে বলেন, আমার ছোট ভাই অ্যাডভোকেট এহতেশামুল হক রুবেলের গাড়ি নিয়ে গণসংযোগে বের হয়েছিলাম। মুহূর্তেই অর্ধ কোটি টাকার গাড়িটি পুড়ে শেষ হয়ে গেল। রাস্তার ওপর এভাবে রবিশস্য কেন কোনো জিনিসই শুকাতে দেওয়া উচিত নয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানি ঘটতে পারে। এ ব্যাপারে তিনি প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেন।

ওই গাড়িতে থাকা চেয়ারম্যান প্রার্থীর চাচাতো ভাই শিকদার ওবায়দুর রহমান বাংলানিউজকে বলেন, রামপুরা গ্রামের মতি খার বাড়ির সামনের রাস্তার ওপর কলাই শুকাতে দেওয়া হয়। শুকনা কলাই গাড়ির চাকায় পেঁচিয়ে গেলে গাড়িতে আগুন ধরে যায়।  

কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. জাকির হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। সড়কের ওপর এ ধরনের কোনো জিনিস শুকাতে দেওয়া ঠিক নয়।  

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।