ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাবিপ্রবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
পাবিপ্রবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শারমিন সুলতানা নামে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে শহরের মুনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শারমিন সুলতানা মেহেরপুরের সালদা থানা এলাকার আজিজুল ইসলামের মেয়ে। বিশ্ববিদ্যালয়টির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১০ ব্যাচের শিক্ষার্থী তিনি।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। শিক্ষার্থীর স্বামী বাহিরে ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি আত্মহত্যা তবে কি কারণে হয়েছে সেটি তদন্ত করে বের করা হবে।  

তিনি আরও বলেন, শিক্ষার্থীর হাতে লেখা ডায়েরি থেকে আমরা কিছু তথ্য পেয়েছি। আমরা সেটি অনুসন্ধান করবো। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।