ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় একজন নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
জামালপুরে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় একজন নিহত 

জামালপুর: জামালপুরের মেলান্দহে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর আলম হালিম (৬২) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যে নিহত হয়েছেন।  

সোমবার (২৫ মার্চ) দুপুর উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার হাজরাবাড়ী বাজারে পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত জাহাঙ্গীর আলম হালিম হাজরাবাড়ী পৌর এলাকার চর আদিয়ারপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, মাদারগঞ্জ থেকে ছেড়ে আসা বালু বোঝাই একটি ট্রাক জামালপুরের দিকে যাচ্ছিল। এদিকে জাহাঙ্গীর আলম হালিম বাড়ি থেকে  অটোরিকশা করে হাজরাবাড়ী বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে হাজরাবাড়ী বাজারের পশ্চিম পাশে ফরহাদের স’মিলের সামনে এলে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।  

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।