ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে বিপুল পরিমাণ অবৈধ জালসহ তিন জেলে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
বরিশালে বিপুল পরিমাণ অবৈধ জালসহ তিন জেলে আটক

বরিশাল: বরিশালের মুলাদীতে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি অসাধু তিন জেলেকেও আটক করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ ও নয়া ভাঙ্গনী নদীতে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা অভিযান চালান। অভিযানে দুটি বেহুন্দী জাল, আটটি মশারী জাল, ২০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৪২টি চরঘেরা জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি তিনজনকে আটক করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনকে চার হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয় এবং জালগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নিজাম উদ্দিন।

মুলাদী থানার উপ-পরিদর্শক মো. সোহাগ হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।