ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিলাইছড়িতে আগুনে পুড়ল ৬ বসতঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
বিলাইছড়িতে আগুনে পুড়ল ৬ বসতঘর

রাঙামাটি: রাঙামাটির বিলাইছড়িতে আগুনে ছয়টি কাঁচা-পাকা ঘর পুড়ে গেছে।

বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে ওই এলাকায় বসবাসরত স্থানীয় মুদি ব্যবসায়ী ভীম ঘোষের বাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন  চারদিক ছড়িয়ে পড়লে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয়রা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা দাবি করেন।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।