ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাল টাকা প্রস্তুতকারী চক্রের মূলহোতাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
জাল টাকা প্রস্তুতকারী চক্রের মূলহোতাসহ আটক ৩

ঢাকা: জাল টাকা প্রস্তুতকারী চক্রের মূলহোতা আরিফ ব্যাপারীসহ তিনজনকে আটক করেছ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

বুধবার (২৭ মার্চ) রাতে শরীয়তপুর জেলার নড়িয়া থানার চরমোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

এসময় জাল নোট তৈরিতে ব্যবহৃত সরঞ্জামাদিসহ বিপুল পরিমাণ জাল নোট জব্দ করা হয়। তবে বাকি আসামিদের নাম ও পরিচয় জানায়নি র‍্যাব।

র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মো. আরিফুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জাল টাকা প্রস্তুতকারী চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর আড়াইটা দিকে রাজধানীর কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ০৮০৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪

এমএমআই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।