ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে অটোরিকশা উল্টে কাঠমিস্ত্রি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
নরসিংদীতে অটোরিকশা উল্টে কাঠমিস্ত্রি নিহত

নরসিংদী: নরসিংদীর বেলাবতে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে মো. নান্নু মিয়া (৬৫) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে বেলাবো উপজেলার বারৈচা-রায়পুরা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নান্নু মিয়া উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর গ্রামের মৃত হাফিজ খলিফার ছেলে এবং পেশায় একজন কাঠমিস্ত্রি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নান্নু মিয়া প্রতিনিয়ত উপজেলার আমলাব বাজার থেকে কাঠ কিনে হোসেন নগর গ্রামের মিলন মার্কেটে তার দোকানে নিয়ে যায় এবং বিভিন্ন আসবাবপত্র তৈরি করে বিক্রি করে আসছিলেন। আজও অটোরিকশা ভরে কাঠ কিনে তার দোকানের উদ্দেশে রওনা দেন নান্নু মিয়া। পরে বারৈচা-রায়পুরা আঞ্চলিক সড়কের তোতা মার্কেটের সামনে পৌঁছালে রাস্তায় থাকা খানাখন্দের গর্তে অটোরিকশার চাকা আটকে রিকশাটি উল্টে যায়। এতে নান্নু মিয়া রিকশার নিচে চাপা পড়েন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভৈরব হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  


নিহত নান্নু মিয়ার ছেলে মাসুম বলেন, আমার বাবা পেশায় কাঠমিস্ত্রি ছিলেন । কাজের জন্য আমলাব বাজার থেকে কাঠ নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় গাড়ি উল্টে চাপা পড়ে মারা যান তিনি।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অটোরিকশা উল্টে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।