ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় এবার ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, মার্চ ২৯, ২০২৪
দক্ষিণ আফ্রিকায় এবার ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত  নিহত মো. এমরাজ হোসেন সুমন

ফেনী: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. এমরাজ হোসেন সুমন (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।  

শুক্রবার (২৯ মার্চ) দেশটির বেস্ট এরিয়ার ফালগুজ এলাকায় সকাল ১১টার দিকে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে।

 

নিহত মো. এমরাজ হোসেন সুমন ফেনীর দাগনভূইয়া পৌরসভার জগতপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।  

নিহতের জ্যাঠাতো ভাই সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান এমরাজ হোসেন সুমন।  

শুক্রবার সকালে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে এক পর্যায়ে এক সন্ত্রাসী দোকানের সামনেই সুমনকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নিহতের আরাফ হোসেন নামে ৫ মাস বয়সী একটি ছেলে রয়েছে। এমরাজ হোসেন সুমনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
এসএইচডি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।