ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চান প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চান প্রধানমন্ত্রী রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এডিবির ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিন

ঢাকা: দেশের জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কাছে আরও বেশি সহায়তা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (মার্চ ৩১) গণভবনে এডিবির ভাইস প্রেসিডেন্ট (সেক্টর অ্যান্ড থিম) ফাতিমা ইয়াসমিনকে সৌজন্য সাক্ষাৎ প্রদানকালে তিনি এ কথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রধান লক্ষ্য দেশের জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন করা। এক্ষেত্রে সরকার গ্রামীণ জনগণের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে।

তিনি বলেন, তার সরকার দেশের জনগণের ক্রয়ক্ষমতা বাড়ানোর দিকে মনোনিবেশ করেছে। কারণ এটি শিল্পায়নকে প্রসারিত করতে এবং আরও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে।

জলবায়ু পরিবর্তন জনিত অভিযোজন, কৃষি, নদী খনন এবং পুনরুদ্ধারসহ কয়েকটি খাতে এডিবির সহায়তা চান সরকারপ্রধান।

এডিবি’র ভাইস প্রেসিডেন্টকে আরও বেশি জনগণ-কেন্দ্রিক প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, এতে বিপুলসংখ্যক মানুষ উপকৃত হবে।

বেসরকারি খাত যাতে বড় হতে পারে, প্রাণবন্ত হতে পারে এবং কাজের সুযোগ বাড়ে সে জন্য ১৯৯৬-২০০১ সময়ে বিভিন্ন সেক্টর বেসরকারি খাতে উন্মুক্ত করতে আওয়ামী লীগ সরকারের উদ্যোগের কথা উল্লেখ্য করেন তিনি।

ফাতিমা ইয়াসমিন বলেন, বাংলাদেশকে সর্বাধিক অগ্রাধিকার দেয় এডিবি, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশে এডিবির সহায়তা ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার।

তিনি আরও বলেন, নদী পুনরুদ্ধারের পাশাপাশি নদী ভিত্তিক পর্যটন, বিনোদন কেন্দ্র এবং সেচকে কেন্দ্র করে জলবায়ু পরিবর্তনের আরাধনা, মানব ও সামাজিক উন্নয়ন, কারিগরি শিক্ষা এবং স্বাস্থ্য খাতের প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প বাস্তবায়ন করতে আগ্রহী এডিবি।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।