ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাজুস লক্ষ্মীপুর শাখার কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ফল ঘোষিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
বাজুস লক্ষ্মীপুর শাখার কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ফল ঘোষিত

লক্ষ্মীপুর: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমবারের মত বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাধারণ সদস্যদের ভোটে কার্যকরী কমিটির ১৯ জন নির্বাচিত হয়েছেন।

 পরে এ ১৯ জন সদস্যের মধ্যে থেকে বাজুস লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে।

শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের ফুড গার্ডেন রেস্টুরেন্টে রোববার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।  সন্ধ্যায় রিটার্নিং অফিসার ওমর ফারুক ভোটের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে পরেশ কর্মকার ৯৫ ভোট পেয়ে কমিটির প্রথম সদস্য হয়েছেন। দ্বিতীয় হয়েছেন সমীর চন্দ্র কর্মকার (৮৪ ভোট), তৃতীয় জয়দেব চন্দ্র দেব নাথ (৮১ ভোট), চতুর্থ সহদেব চন্দ্র কুরী (৮০ ভোট), পঞ্চম পলাশ চন্দ্র কুরী (৭৯ ভোট), ষষ্ঠ জুলাশ কুরী (৭৬ ভোট), সপ্তম সুমন কিশোর কুরী (৭৬ ভোট), অষ্টম হরিহর পাল (৭৬ ভোট), নবম খোকন দেবনাথ (৭৫ ভোট), দশম সবুজ বিশ্বাস (৭৪ ভোট), একাদশ অঞ্জন কুমার কুরী (৭৩ ভোট), দ্বাদশ রানা কুমার পাল (৭৩ ভোট), ত্রয়োদশ গনেশ চন্দ্র কুরী (৭২ ভোট), চতুর্দশ দীপক দেবনাথ (৭১ ভোট), পঞ্চদশ পনব চন্দ্র কুরী (৭১ ভোট), ষোড়শ সুভাষ কর্মকার (৭১ ভোট), সপ্তদশ উজ্জ্বল চন্দ্র কুরী (৭০ ভোট), অষ্টাদশ সুব্রত দত্ত (৭০ ভোট)।

ভোটের ফলাফলে ৬৯ ভোট পেয়েছেন তিনজন। এদের মধ্যে লটারির মাধ্যমে ভাষান চন্দ্র কর্মকারকে উনিশতম সদস্য মনোনীত করা হয়।

নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ওমর ফারুক। প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা দীপক দাস।  

নির্বাচনী বোর্ডের সদস্য ছিলেন জ্যোতির্ময় মজুমদার ও মো. বোরহান উদ্দিন।  

জানা যায়, বাজুসের ১৫০ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ মাধ্যমে ১৯ জনের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করেন। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৯ জন প্রার্থী।  

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রিপনুল হাসান, কার্যনির্বাহী সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি (সাধারণ সম্পাদক) ও চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক প্রণব সাহা।

এ সময় উপস্থিত কেন্দ্রীয় নেতারা বলেন, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারাদেশে স্বর্ণ ব্যবসায়ীরা এখন এক ছাতার নিচে একত্রিত হয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকে লক্ষ্মীপুরে নির্বাচনকে ঘিরে স্বর্ণ ব্যবসায়ীদের মিলনমেলায় হয়েছে। আজকে বাজুসের প্রেসিডেন্টের কারণেই সদস্যরা তাদের নেতা নির্বাচিত করছেন। নির্বাচনের মাধ্যমে যোগ্য ব্যক্তি নির্বাচিত হচ্ছেন, এটিই আমাদের প্রেসিডেন্টের চাওয়া।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।