গাজীপুর: জেলার শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় মীর সিরামিক্স টাইলস্ কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মুলাইদ এলাকায় মীর সিরামিক্স কারখানায় আগুন লাগে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ জানান, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় মীর সিরামিক্স কারখানার ফিনিশিং ফ্লোরে আগুন লাগে। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট কর্মী আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায়। একপর্যায়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৪
আরএস/এফআর