ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ধর্ষণচেষ্টা মামলায় গৃহশিক্ষক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
ধর্ষণচেষ্টা মামলায় গৃহশিক্ষক কারাগারে

বরিশাল: বরিশালের উজিরপুরে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০৩ এপ্রিল) গৃহশিক্ষককে গ্রেপ্তার করা হয়ে বলে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুল ইসলাম জানান।

গ্রেপ্তার গৃহশিক্ষক হলেন-বাবুল কুমার জয়ন্ত (৪৫)। তিনি উজিরপুর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত অনিল কুমারের ছেলে।

পরিদর্শক তৌহিদুজ্জামান বলেন, গৃহশিক্ষক জয়ন্ত কলেজছাত্রীর ছোট ভাইকে পড়ায়। মঙ্গলবার সন্ধ্যায় কলেজছাত্রীর মা ও ভাই ঈদের বাজার করতে যায়। ওই সময় বাসায় আসে গৃহ শিক্ষক জয়ন্ত। বাসায় কেউ না থাকার সুযোগে কলেজছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়। এতে ওই ছাত্রী রাজি না হলে তাকে ধর্ষণের চেষ্টা করে।

এ ঘটনায় বুধবার ওই ছাত্রী উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেয়।

অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে মামলা নেওয়া হয়েছে। পরে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

পরিদর্শক আরও জানান, গৃহশিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।