ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঈদের বাজার শেষে ঘরে ফেরা হলো না, বাসের ধাক্কায় ঝরল ৩ প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
ঈদের বাজার শেষে ঘরে ফেরা হলো না, বাসের ধাক্কায় ঝরল ৩ প্রাণ

নীলফামারী: রংপুরে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (০৩ এপ্রিল) রাত ১১টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ থানার নব্দীগঞ্জ বাজারসংলগ্ন কলোনিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কাউনিয়া উপজেলার পূর্ব চানপাড়া গ্রামের নাহিদ, জুনু মিয়া ও অটোরিকশাচালক রবিউল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস রংপুর-কুড়িগ্রাম সড়কের নব্দীগঞ্জ বাজারসংলগ্ন কলোনিপাড়া মোড়ে পৌঁছালে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা নাহিদ নামে এক যুবকের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় অটোরিকশার বাকি চার যাত্রী ও চালককে
হাসপাতালে নিলে সেখানে দুইজনের মৃত্যু হয়।

মাহিগঞ্জ থানার ওসি রওশন কবির বলেন, ব্যাটারিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে জুনু নামের একজন ও অটোরিকশাচালক রবিউল ইসলামের মৃত্যু হয়। নৈশকোচটি পুলিশি হেফাজতে আছে। তবে ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। অটোরিকশায় থাকা যাত্রীরা ঈদের বাজার শেষ করে বাড়ি ফিরছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।