ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেতু-টোল প্লাজার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
সেতু-টোল প্লাজার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

টাঙ্গাইল: হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) শাহাবুদ্দিন খান বলেছেন, গত বছরের তুলনায় এ বছর মহাসড়কে অনেক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ পুলিশের দক্ষতা ও সেবার মান বৃদ্ধি পেয়েছে।

 

তিনি বলেন, সব মিলিয়ে আমরা নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রার আশা করছি। সবার সহযোগিতায় স্বস্তিদায়ক ঈদযাত্রা জাতিকে উপহার দিতে পারবো।  

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শাহাবুদ্দিন খান। ঈদযাত্রায় নির্মাণ বা সংস্কারকাজ যাতে প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দিন খান বলেন, দুটি কারণে মূলত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুতে যানজটের সৃষ্টি হয়। বঙ্গবন্ধু সেতুর দুই লেন ও টোল প্লাজার কারণে মূলত যানজট তৈরি হয়। মহাসড়ক চার লেন হওয়ায় যানবাহন সেতুর দুই লেনে এসে ধীর হয়ে যায়। এ কারণে সেতুর কাছে এসে যানবাহনের জট বাঁধে। এটি স্বাভাবিক বিষয়।  

এবার ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সজাগ রয়েছে বলে জানান তিনি। অতিরিক্ত আইজিপি আরও বলেন, মহাসড়কে কোনো ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। এ ছাড়া পরিবহন মালিকদেরও এ বিষয় সজাগ হতে হবে।

এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।