ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শালিখায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৪
শালিখায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

মাগুরা: মাগুরার শালিখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম মোল্ল্যা (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

 

শুক্রবার (৫ এপ্রিল) শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের জুনারি পশ্চিমপাড়া মহিলা মাদরাসা এলাকায় এ দুঘর্টনা ঘটে।  

নিহত নাঈম ওই গ্রামের সজল মোল্ল্যার ছেলে। আহত দুজনের পরিচয় জানা যায়নি।

শালিখা থানার ভারপ্রাপ্ত (ওসি) নাসির উদ্দিন বলেন, সকালে মোটরসাইকেলযোগে নাঈম তার ভাইকে নিয়ে আড়াপাড়া থেকে বাড়ি ফিরছিল। পথে জুনারি পশ্চিমপাড়া মাদরাসা এলাকায় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে নাঈমসহ তিনজন আহত হন। আহত তিনজনের মধ্যে গুরুতর নাঈমকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুরে অ্যাম্বুলেন্সের মধ্যেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত অপর দুজনকে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।