ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাহালুতে দাখিল পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৪
কাহালুতে দাখিল পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় রেদোয়ান ইসলাম (১৮) নামে দাখিল পরীক্ষার্থী এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

শুক্রবার (৫ এপ্রিল) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাতানজো গ্রামে তারাবি নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

 

নিহত রেদোয়ান ওই গ্রামের মেরাজুল ইসলামের ছেলে। দুর্গাপুর এনায়েত উল্লাহ দাখিল মাদরাসা থেকে চলতি বছর দাখিল পরীক্ষায় অংশ নেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে তারাবির নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন রেদোয়ান। পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। গ্রামবাসী তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।  

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ঘটনার কারণ উদঘাটনসহ জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।