ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাতেও ফাঁকা সিরাজগঞ্জের মহাসড়ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৪
রাতেও ফাঁকা সিরাজগঞ্জের মহাসড়ক

সিরাজগঞ্জ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফেরা যাত্রীবাহী যানবাহনের সংখ্যা বাড়তে থাকলেও কোনো চাপ পড়েনি উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ সিরাজগঞ্জের কোনো রুটে। ফলে শান্তিতেই ঘরে ফিরতে পারছেন উত্তরের যাত্রীরা।

 

রোববার (৭ এপ্রিল) গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের মুলিবাড়ী, কড্ডার মোড়, নলকা, হাটিকুমরুল গোলচত্বর এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়ছে। তবে কোথাও কোনো যানজট বা ধীরগতি নেই।   

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ঈদকে সামনে রেখে গাড়ির সংখ্যা বাড়তে শুরু করেছে। কিন্তু এ রুটে এখনও কোথাও কোনো গাড়ি থেমে থাকেনি। স্বাভাবিক গতিতেই গাড়ি চলছে।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম. এ. ওয়াদুদ বলেন, সন্ধ্যার পর থেকে মহাসড়কে বিভিন্ন ধরনের গাড়ির চাপ কিছুটা বেড়েছে। তবে মহাসড়কের কোথাও কোনো ভোগান্তি নেই। সব গাড়ি একদম নির্বিঘ্নে চলাচল করছে। আশা করছি, এ বছর যানজট সৃষ্টি হবে না। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।