ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদগঞ্জে ফ্যানে ঝুলছিল ২ শিশুকন্যা ও মায়ের মরদেহ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
ফরিদগঞ্জে ফ্যানে ঝুলছিল ২ শিশুকন্যা ও মায়ের মরদেহ বিছানায় তিন নিথর দেহ

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মা ও তার দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  এ ঘটনায় নিহত ওই নারীর স্বামী আরিফ রাঢ়িকে আটক করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, স্বামীর পরকীয়ার জেরে শিশুকন্যাদের নিয়ে আত্মহত্যা করেছেন ওই নারী।  

এ ঘটনায় মৃতরা হলেন, ফাতেমা আক্তার সীমা (২৫), তার মেয়ে আরিফা (৪) ও আরিয়া (২)।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে ফরিদগঞ্জের চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে পূর্ব লাড়ুয়া গ্রামের রাঢ়ির বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রবাসফেরত আরিফের দালান ঘরে তার স্ত্রী ও দুই শিশুকন্যাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পেয়েছে। ঘটনাটি রহস্যজনক বলে মনে হয়, কারণ তাদের আর্থিক অবস্থা সচ্ছল। দরিদ্র পরিবার মনে হয়নি। তাদের মধ্যে বন্ধন সুদৃঢ়। তার স্বামীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তার স্ত্রী স্বামী আরিফ পরকীয়ায় লিপ্ত বলে সন্দেহ করতেন।

ওসি আরও বলেন, আমাদের ধারণা পরকীয়ার বিষয়টি কেন্দ্র করেই এই আত্মহত্যার ঘটনাটি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য সীমার স্বামী আরিফকে আটক করা হয়েছে। প্রবাসফেরত আরিফ ওই বাড়ির সিরাজুল ইসলামের ছেলে।  

সীমার বাবা পার্শ্ববর্তী হাইমচর উপজেলার আলগী গ্রামের বাসিন্দা মোস্তফা কোতোয়াল জানান, সামাজিকভাবে গত ছয় বছর আগে আরিফের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর আরিফ কর্মসংস্থানের জন্য দুবাইতে যান। গত একমাস আগে বাড়িতে এসেছেন। তার মেয়ের সঙ্গে কোনো বিষয়ে ঝগড়া-বিবাদ হয়েছে কি না এমন কথা মেয়ে কখনো জানায়নি। সামাজিকভাবেই চার লাখ টাকার কাবিনের মাধ্যমে বিয়ে হয়।

এ ঘটনার সংবাদ পেয়ে সীমার মা শাহিনুর বেগম ও স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন।

এ বিষয়ে বক্তব্যর জন্য আরিফের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলতে চাইলে কেউই বক্তব্য দিতে রাজি হননি।

এদিকে এ ঘটনার পর পর ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ওসি-তদন্ত সেকেন্ড অফিসারসহ অন্যান্য কর্মকর্তাদের সামনেই নিহত সীমা ও আরিফের স্বজনদের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। কিছুক্ষণ পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।