ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার সময় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার সময় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

বরিশাল: জেলার মুলাদীতে ঈদে কেনাকাটা শেষ করে বাড়ি ফেরার পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আশুরা আক্তার (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৯ এপ্রিল) বিকেলে উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এর পর আহত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত আশুরা আক্তার কাজিরহাট ইউপির খলিশারপাড় এলাকার আসাদ হাওলাদারের মেয়ে।

পরিবারের বরাত দিয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, আশুরা আক্তার ঢাকা থাকে। ঈদ করতে বাহাদুপর গ্রামের নানা রফিজউদ্দিনের বাড়িতে এসেছিল। ঈদের কেনাকাটার জন্য দুপুরে উপজেলার প্যাদার হাট বাজারে যায়। সেখানে কেনাকাটা করে বিকেলে অটোরিকশায় নানা বাড়ির উদ্দেশ্যে ফিরছিল। বাহাদুপুর গ্রামের চাপরাশি বাড়ির সামনে পৌঁছালে অসাবধানতায় অটোরিকশার চাঁকায় তার ওড়না পেছিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে ও রাস্তার পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে।

এরপর তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।