ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে প্রাণ চিপসের কারখানায় আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, এপ্রিল ১০, ২০২৪
হবিগঞ্জে প্রাণ চিপসের কারখানায় আগুন

হবিগঞ্জ: হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণের চিপস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে দমকলবাহিনী।

বুধবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা যায়নি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শায়েস্তাগঞ্জের ওলিপুরে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১৩নং ভবনের প্রাণ চিপস কারখানায় হঠাৎ আগুন দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে এসেছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আগুণ নিয়ন্ত্রণে আনা যায়নি। কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হবে।

এ ব্যাপার জানতে ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণের ব্যপস্থাপকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না৷ তার দাপ্তরিক মোবাইল নম্বরটি বন্ধ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।