নারায়ণগঞ্জ: ঈদকে কেন্দ্র করে জেলা শহর ও আশপাশের পার্কগুলোয় দেখা গেছে উপচে পড়া ভিড়।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলের পর থেকে শহরের পার্কগুলোয় ঢল নামে শহরবাসীর।
সরেজমিনে শহরের শেখ রাসেল পার্ক, চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক ঘুরে এ চিত্র দেখা গেছে। বিকেলের পর থেকে ভিড় আরও বাড়তে থাকে। ঈদকে কেন্দ্র করে সকাল থেকে মানুষ বাড়িতে ও স্বজনদের বাড়িতে ঘুরে বেড়ালেও বিকেলের পর ঘুরে বেড়ান এসব পার্কে।
এদিকে উপচেপড়া শহরবাসীকে ঘিরে অস্থায়ী নানা খাবারের দোকান বসেছে শেখ রাসেল পার্ক আঙ্গিনায়। এসব দোকানেও প্রচুর মানুষের ভিড় দেখা গেছে।
চৌরঙ্গী পার্কে মানুষের ঢল নামায় পার্কে প্রবেশের সড়ক নগর খানপুর মোড়ে দেখা গেছে যানবাহনের জটলা। সেখানে পার্কমুখী মানুষের যানবাহনে যানজট সৃষ্টি হয়।
রাসেল পার্কে ঘুরতে আসা সেলিম হাসান দিনার জানান, সকাল থেকে ভিড় ছিল না। বিকেলের পর মানুষের ঢল নেমেছে পার্কে। আশপাশের খাবারের দোকানগুলোয়ও অনেক ভিড়।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
এমআরপি/এসআইএ