ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চৈত্রের শেষে হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সালথা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
চৈত্রের শেষে হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সালথা

ফরিদপুর: সারা দেশ যখন তাপদাহে পুড়ছে, তখন চৈত্রের শেষ সপ্তাহে এসে হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়ছে ফরিদপুরের সালথার সকাল। ভোর থেকেই এমন তীব্র কুয়াশায় আচ্ছন্ন থাকছে উপজেলাটি।

গত দুদিন যাবত এ অবস্থা বিরাজ করায় উদ্বিগ্ন এ এলাকার কৃষকেরা।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১১ এপ্রিল) হঠাৎ ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় মাঠ-ঘাট। আজও (শুক্রবার ১২ এপ্রিল) ভোর থেকে কুয়াশায় ঢেকে যায় উপজেলাটি। যদিও গতকালের তুলনায় আজ কুয়াশা একটু কম পড়েছে।

উপজেলাটির একাধিক ব্যক্তির সঙ্গে এ বিষয়ে কথা হলে তারা বলেন, সাধারণত তীব্র শীতে এমন কুয়াশা দেখতে পাওয়া যায়। ঘন কুয়াশার জন্য দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে যানবাহন চালতে দেখা গেছে পরিবহন চালকদের। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে প্রকৃতি।
 
সালথার খোঁয়াড় গ্রামের কৃষক মো. শাহাজুদ্দিন মাতুব্বর বলেন, চৈত্র মাসে এ রকম কুয়াশা পড়তে পারে, তা আগে কখনও দেখিনি। কুয়াশার সঙ্গে হালকা শীতও লাগছে। দেখে মনে হচ্ছে যেন মাঘ মাস চলছে। এভাবে কুয়াশা পড়তে থাকলে কৃষি ফসলের ক্ষতি হওয়ায় সম্ভাবনা রয়েছে।


ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসা জুয়েল হোসেন নামের এক চাকরিজীবী বলেন, ভোর থেকেই এই রকম কুয়াশা। একটু দূরের কিছুও দেখা যায় না। গরমের দিনে এমন কুয়াশা কখনই দেখা হয়নি।

এ বিষয়ে ফরিদপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জাহাঙ্গীর আলম বলেন, চৈত্র মাসে এরকম কুয়াশা তেমন চোখে পড়ে না। এবার একটু ব্যতিক্রম মনে হচ্ছে। তবে, কয়েকদিনের মধ্যে এটা কেটে যেতে পারে।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।