ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

৫০ বছর পূর্তিতে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের দাবি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৪
৫০ বছর পূর্তিতে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের দাবি 

লক্ষ্মীপুর: প্রতিষ্ঠার অর্ধশত বছর পার হলেও লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর রাজ্জাকোল হায়দার উচ্চ বিদ্যালয় অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে আছে। শিক্ষার মানে এগিয়ে থাকলেও শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

 

ফলে ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন।  

লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের কাছে এ দাবি জানান তারা।  

বিদ্যালয় পরিচালনা পর্ষদের উদ্যোগে ৫০ বছর পূর্তিতে শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন।  

বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বিদ্যালয়ের নানা সমস্যার কথা তুলে ধরেন। বহুতল ভবন, স্বাস্থ্যসম্মত শৌচাগার, লাইব্রেরি, নামাজের স্থান, ছাত্রীদের কমনরুমসহ বিভিন্ন দাবি তোলেন তারা। বিদ্যলয়ে চার শতাধিক শিক্ষার্থী রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বিদ্যালয়ের বর্তমান অবস্থা দেখে অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।  

বক্তব্যে তিনি বলেন, এ এলাকায় জনপ্রতিনিধিসহ বিশিষ্ট জনদের বসবাস। সে হিসেবে বিদ্যালয়ের উন্নয়ন হয়নি। এ বিষয়ে কেউ হয়তো নজর দেয়নি। আমার সঙ্গেও যোগাযোগ করেনি কেউ। আজ এসে বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা দেখতে পেলাম।  বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ আর্থিক সহযোগিতা করা হবে।  

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুল কাইয়ুম ভূঁইয়ার সভাপতিত্বে এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক গিয়াস উদ্দিন আহম্মেদ ভূঁইয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পার্বতীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ ভুঁইয়া। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুর রহিম ভুঁইয়া, মো. শাহজাহান ভুঁইয়া, প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদের ভুঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম ভুঁইয়া, দত্তপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নুরুল আলম (বুলবুল), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ইঞ্জিনিয়ার আব্দুল হাফিজ ভূঁইয়া (পলাশ), প্রতিষ্ঠাতা সদস্য রেজাউল হাসান ভুঁইয়া (নয়ন), বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহীম আজাদ, পৌর শহীদ স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন চৌধুরী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।