ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈদের ছুটিতে চায়ের রাজধানীতে ছুটছেন পর্যটকেরা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৪
ঈদের ছুটিতে চায়ের রাজধানীতে ছুটছেন পর্যটকেরা

মৌলভীবাজার: মানুষ ভ্রমণপ্রিয়। সুযোগ পেলেই ভ্রমণপিপাসুরা পর্যটন স্থানগুলোতে সপরিবারে পা রাখেন।

এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের ছুটিতে সময় পেয়ে প্রকৃতির সতেজ শ্বাস নিতে মৌলভীবাজারে সপরিবারে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা।  

চায়ের রাজধানী শ্রীমঙ্গলের পর্যটনকেন্দ্রগুলো এখন পর্যটকদের পদচারণায় মুখর। ঈদের দিন নামাজের পর থেকেই আনন্দ উপভোগ করতে দর্শনার্থীরা আসতে শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়।  

ঈদের ছুটিতে শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানে কয়েক হাজার দর্শনার্থী ছুটে এসেছেন। এখানকার প্রাণপ্রকৃতি ও জীববৈচিত্র্য ঘুরে ঘুরে দেখছেন তারা। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসছেন।

প্রতিদিনই দুপুরের পর থেকে পর্যটকে মুখরিত হয়ে ওঠে শহর সংলগ্ন বিভিন্ন চা বাগান, মাধবপুর লেক, বধ্যভূমি ৭১, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনসহ অন্যান্য দর্শনীয় স্থানগুলো।

পর্যটকদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয়েছে টুরিস্ট পুলিশসহ প্রশাসনকে। তবুও দর্শনার্থীদের নিরাপত্তা দিতে মোড়ে মোড়ে ছিল নিরাপত্তার নজরদারি।

পরিবার নিয়ে ঘুরতে আসা রুকশানা আক্তার বলেন, ঈদের ছুটিতে পরিবারের সবাইকে সময় দেওয়া যায়। তাই লাউয়াছড়া ও মাধবপুর লেক ঘুরে এলাম। এত সুন্দর প্রকৃতি-পরিবেশ যে কাউকে মুগ্ধ করে। বারবার মন চাইবে এখানে ছুটে আসতে।

মাধবপুর লেকে পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসা ডা. ফজলুর রহমান বলেন, মাধবপুর লেক দেখে আমরা মুগ্ধ। রাস্তা খারাপ হওয়ার পরও এখানে বেড়াতে এসে পর্যটকরা নিজেদের সাধ্যমতো আনন্দ উপভোগ করার চেষ্টা করছেন।  

জেলার বিভিন্ন এলাকার প্রকৃতিপ্রেমীরা মাধবকুণ্ডে ভিড় করছেন। দূর-দূরান্তের প্রকৃতিপ্রেমীর সংখ্যা কম হলেও স্থানীয় লোকজনের ভিড় লক্ষণীয়। আনন্দের মুহূর্ত ক্যামেরায় ধরে রাখতে দেখা যায় নানা বয়সী মানুষকে।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের উপ-পরিদর্শক প্রবাল সিনহা বলেন, পুলিশের সার্বক্ষণিক নজরদারির কারণে এখানে কোনো ধরনের প্রতিবন্ধকতা ও হয়রানি ছাড়াই পর্যটকরা আনন্দ উপভোগ করে বাড়ি ফিরছেন। প্রতিটি পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৪
বিবিবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।