ঢাকা: ঢাকার ধামরাইয়ে মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে একটি প্রাভেটকারে আগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রোববার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা।
এর আগে ভোর ৫টার দিকে ধামরাইয়ের জয়পুরা বাসস্টান্ডের পশ্চিম পার্শ্বের আইল্যান্ডে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাজবাড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকার জয়পুরা বাসস্টান্ডের পশ্চিম পার্শ্বের আইল্যান্ডে ধাক্কা লাগে। এ সময় প্রাইভেটকারটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হোয়ে আগুন নির্বাপণ করে। আগুনে প্রাইভেটকারটির সামনের অংশ পুড়ে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের চালক নুর মোহাম্মদ জানান, সড়কের মাঝে আইল্যান্ড থাকায় দুর্ঘটনা ঘটেছে। এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা হয় বলে স্থানীয়রাও জানিয়েছেন।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
এসএম