ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টোকিওতে বাংলা নববর্ষ উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
টোকিওতে বাংলা নববর্ষ উদযাপন

ঢাকা: টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রোববার (১৪ এপ্রিল) দূতাবাস প্রাঙ্গণে বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্য, জাপানের বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অংশ নেন।

সকালে শুভ নববর্ষ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রা শেষে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ উপস্থিত অতিথিদের নববর্ষের শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রদূত বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশ-বিদেশে তুলে ধরতে কাজ করে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

পরে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে স্থানীয় বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।