ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে জুয়ার আসর থেকে যুবলীগ নেতাসহ আটক ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
চাঁদপুরে জুয়ার আসর থেকে যুবলীগ নেতাসহ আটক ৮

চাঁদপুর: চাঁদপুরের কচুয়ায় জুয়ার আসর থেকে পালাখাল ইউনিয়ন যুবলীগ নেতাসহ আটজনকে আটক করেছে পুলিশ।  

সোমবার (১৫ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার উপজেলার পালাখাল মডেল ইউনিয়নে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, সাইফুল ইসলাম মাইকেল (৪০), মিলন হোসেন (২২), সাকিল হোসেন (২৬), সোলাইমান (৪৫), নাছির উদ্দিন (২১), আব্দুল কাইয়ুম (২৭), সাকিল হোসেন (১৯) ও মনির হোসেন (৪০)। এর মধ্যে সাইফুল ইসলাম মাইকেল পালাখাল মডেল ইউনিয়ন যুবলীগের নেতা।

কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আনোয়ার হোসেন এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উপজেলার ভূঁইয়ারা মনসামুড়ায় পয়লা বৈশাখ উপলক্ষে মেলায় জুয়া খেলা অবস্থায় আট জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৭১০ টাকা, ছক্কা লুডু, খেলার বোর্ড ও তাস জব্দ করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আটক জুয়াড়িরা মনসামুড়ায় বৈশাখী মেলায় জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। জুয়া খেলা বন্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।