ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জলকেলি উৎসব উদ্‌যাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জলকেলি উৎসব উদ্‌যাপন

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (১৫ এপ্রিল) চিৎমরম সাংগ্রাই জল উৎসব উদ্‌যাপন কমিটির আয়োজনে এ উৎসবের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ওয়েশ্লিমং চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হকসহ অন্যান্যরা।

সাংগ্রাই জল উৎসবে মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণী ও শিশু-কিশোররা তাদের ঐতিহ্যের পোশাক পরিধান করে মারমা গানের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেয়। এছাড়া উৎসবে ঐতিহ্যবাহী খেলাধুলা ও নাচে গানে মেতে উঠে  মারমা তরুণ-তরুণীরা।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।