ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নতুন ১১ এনজিওর অনুমোদন, পাঁচটিই রাজশাহীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
নতুন ১১ এনজিওর অনুমোদন, পাঁচটিই রাজশাহীর

ঢাকা: গত দুই বছরে দেশে নতুন করে বেসরকারি ক্ষুদ্র ঋণ সংস্থা ‍(এনজিও) নিবন্ধনের ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছিল না সরকার। ২০২৪ সালে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সে খরা কাটে।

নতুন করে নিবন্ধন পায় ১১টি এনজিও। যার মধ্যে পাঁচটিই রাজশাহীর।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার নতুন করে দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় ১১টি এনজিও নিবন্ধন দেয়। এগুলো মধ্যে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও সিরাজগঞ্জের একটি করে, বগুড়ার দুটি ও রাজশাহীর পাঁচটি।

এসব তথ্য জানিয়েছে ক্ষুদ্র ঋণ সংস্থা নিয়ন্ত্রণকারী সংস্থা মাইক্রোক্রেডিটি রেগুলেটরি অথোরিটি (এমআরএ)।

সংস্থার তথ্য অনুযায়ী, নতুন অনুমোদন পাওয়া এনজিওগুলো হলো- রাজশাহীর নবযাত্রা মানবিক উন্নয়ন, উৎসর্গ মানব কল্যাণ, সূর্যের আলো জনকল্যাণ, গ্রামীণ প্রচেষ্টা ও বাসনা জনকল্যাণ; ময়মনসিংহের সোশ্যাল অ্যাসোসিয়েশন ফর পিস লাইফ লিড অ্যাডভাস্টমেন্ট; বগুড়ার গাবতলীর সমাজ উন্নয়ন সংস্থা ও ইউনিটি ফর পিস বিল্ডিং সোশিও ইকোনমিক অ্যাডভান্সমেন্ট ফর দা মার্জিনালাইজ; সিরাজগঞ্জের অ্যাকশন কমিউনিটি ডেভলপমেন্ট; কুমিল্লার বাচার ঠিকানা উন্নয়ন সংস্থা ও ঢাকার শেল্টার ফর সোশ্যাল ডেভেলপমেন্ট।

গত বছর সরকার একটি এনজিওর অনুমোদন দিয়েছিল। আগের বছর ২০২২ সালে কোনো এনজিওর অনুমোদন দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
জেডএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।