ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গড়াই ন‌দীতে ডু‌বে ভাই-বো‌নের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
গড়াই ন‌দীতে ডু‌বে ভাই-বো‌নের মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদীতে গোসল কর‌তে গি‌য়ে পানিতে ডুবে মোছা. শেফা (১৩) ও শাহজাদা (৭) নামে দুই ভাই-বো‌নের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শেফা উপ‌জেলার শেরকা‌ন্দি এলাকার শা‌মি‌ম ইসলা‌মের মে‌য়ে ও শাহজাদা ওই উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ এলাকার আলমগীর হো‌সে‌নের ছেলে। তারা সম্প‌র্কে মামা‌তো ফুফা‌তো ভাইবোন।

স্থানীয় ও পা‌রিবা‌রিক সূত্রে জানা গে‌ছে, ঈদের প‌রের দিন জয়নাবাদ এলাকায় নানা বা‌ড়ি‌তে বেড়া‌তে আসে শেফা। বুধবার সকা‌লে শেফার মা তা‌কে নি‌তে এলে সে আরও ক‌য়েক‌দিন থাক‌বে বলে নানা বা‌ড়ি‌তেই থে‌কে যায়। দুপুরে মামা‌তো ভাই শাহজাদাসহ পাঁচজন বা‌ড়ির পা‌শের গড়াই ন‌দীতে গোসল কর‌তে যায়। এ সময় পাড় থে‌কে ন‌দীর ড্রে‌জিংকৃত গভীরস্থা‌নে পাঁচজন একসঙ্গে লাফ দেয়। অন‌্যরা ভে‌সে উঠ‌লেও সাঁতার না জানায় শেফা ও শাহজাদা পা‌নি‌তে ত‌লি‌য়ে যায়। এ সময় স্থানীয়রা দুইজন‌কে উদ্ধার ক‌রে কু‌ষ্টিয়া ২৫০ শয‌্যা বি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।  

চাপড়া ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান এনামুল হক মন্জু বলেন, মে‌য়ে‌টি নানা বা‌ড়ি‌তে বেড়া‌তে এসে‌ছিল। দুই ভাই-বো‌নের মৃত্যুর ঘটনায় এলাকায় শো‌কের ছায়া নে‌মে এসে‌ছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম এ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি।  

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।