ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় অপহৃত শিশু বেলকুচিতে উদ্ধার, গ্রেপ্তার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু বেলকুচিতে উদ্ধার, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জ: চুয়াডাঙ্গায় অপহরণ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তামিম হোসেন (৭) নামে এক শিশুকে সিরাজগঞ্জের বেলকুচি থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা।  

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোরে বেলকুচি উপজেলার চন্দনগাঁতী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এ সময় প্রধান আসামি মো. আল-আমিনকে গ্রেপ্তার করা হয়।

অপহৃত তামিম হোসেন চুয়াডাঙ্গা জেলা সদরের হানুরবাড়াদি গ্রামের মো. সুন্নত আলীর ছেলে। গ্রেপ্তার আল-আমিন (২৯) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মেষতলী গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় দুই মাস আগে ভিকটিম তামিমের বাবা সুন্নত আলীর সঙ্গে মো. আল-আমিনের সখ্যতা গড়ে ওঠে। আল-আমিন বন্ধুত্বের সুযোগ নিয়ে গত বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে কৌশলে সুন্নত আলীর বাড়ির পেছনের পাকা রাস্তা থেকে তামিমকে প্রলোভন দেখিয়ে অপহরণ করেন। ঘটনার পর সুন্নত আলী বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব-১২ বিষয়টি অবগত হয়ে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে বেলকুচি উপজেলার চন্দনগাঁতী দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে তামিমকে উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।