ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পানছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
পানছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু  প্রতীকী ছবি

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে চেঙ্গি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাদিয়া আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত সাদিয়া মোহাম্মদপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।



বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে পানছড়ির মোহাম্মদপুর এলাকায় চেঙ্গি নদীতে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সাদিয়া তার মামা, মামি এবং মামাতো ভাইবোনসহ চেঙ্গি নদীতে গোসল করতে নামে। দুষ্টুমির ছলে হঠাৎ নদীর গভীরে পরে যায় সাদিয়াসহ তিন ভাইবোন। তাৎক্ষণিক স্থানীয়রাসহ তার মামা তিনজনকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করে।

পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বিদুর্ষী চাকমা জানান, পানিতে পরে যাওয়া তিন শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সানজিদা ইসলাম (৬) নামে অপর এক শিশু চিকিৎসাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।