ঢাকা, বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইটনায় ২০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
ইটনায় ২০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জ: জেলার হাওরের ইটনা উপজেলায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার মাদক কারবারি অপু মালাকার (১৯) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল (উথারিয়াপাড়া) এলাকার মৃত মন্টু মালাকারের ছেলে।  

ইটনা থানার উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) উজ্জ্বল মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজার অটোস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারি অপু মালাকারকে (১৯) আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার অপু মালাকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় জেলা পুলিশের মিডিয়া সেল।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ