ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরের স্বপ্ন নগরে ঘোড়দৌড় প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
ফরিদপুরের স্বপ্ন নগরে ঘোড়দৌড় প্রতিযোগিতা

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষ ভিড় জমায়।

 

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার চর কাতলাশুর এলাকার স্বপ্ন নগরের মধুমতি নদী সংলগ্ন মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে থাকা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন জানান, স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন অঞ্চল থেকে আসা ১৪টি ঘোড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রত্যেককে পুরস্কার দেওয়া হয়। ঘোড়দৌড় দেখতে কাছের ও দূর-দূরান্ত থেকে কয়েক হাজার মানুষ ভিড় জমায়।  

স্থানীয় বাসিন্দা মো. আবুল বাশারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান বিলায়েত হোসেন।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌরসভার সাবেক মেয়র মো. সাইফুর রহমান সাইফার, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, পার্শ্ববর্তী নড়াইল জেলার লোহাগড়ার শালনগর ইউনিয়নের চেয়ারম্যান লাবু মিয়া, সাবেক ইউপি সদস্য চর কাতলাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মশিউর রহমান, সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।