ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, এপ্রিল ২০, ২০২৪
চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদায় হিটস্ট্রোকে জাকির হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) সকালে ধানের ক্ষেতে সেচ দিতে গিয়ে হিটস্ট্রোক হয় তার।

উদ্ধারের পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাকির হোসেন দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আমির হোসেন ছেলে। এছাড়া তিনি ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনরা জানিয়েছেন, সকালে ধানের ক্ষেতে সেচ দিতে যান জাকির হোসেন। ঘণ্টাখানেক মাঠে থাকার পর খবর পাওয়া যায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পরে মাঠের অন্য কৃষকরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা আক্তার নিপা জানান, এক রোগী স্ট্রোকজনিত কারণে হাসপাতালে আসেন। কিন্তু হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ