ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

নতুনবাজারে সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
নতুনবাজারে সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

ঢাকা: রাজধানীর নতুনবাজার সিটি করপোরেশনের ময়লার ডিপোর সামনে সড়ক দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।

রোববার (২১ এপ্রিল) সকালের দিকে গুলশান থানাধীন নতুনবাজার ময়লার ডিপোর সামনে সিএনজি অটোরিকশার ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। পরে রাজ্জাককে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা মারা যান।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজ্জাক ময়লার একটি তিনচাকার ভ্যান নিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী সিএনজি তাকে ধাক্কা দেয়। নিহত রাজ্জাক পিরোজপুরের নাজিরপুর উপজেলার দক্ষিণ বানিয়াদী গ্রামের ফয়েজ উদ্দিনের সন্তান।

তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। পালিয়ে যাওয়া সিএনজিকে শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।