ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

ফরিদপুর: ফরিদপুরে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় মামলা দায়েরের পর ঘাতক বাস চালক খোকন মিয়াকে (৫৪) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

রোববার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঝিনাইদহের কোর্ট চাঁদপুর এলাকা থেকে বাস চালককে গ্রেপ্তার করা হয়।

 

চালক খোকন মিয়া একই জেলার কোর্ট চাঁদপুর এলাকার রেলস্টেশন পাড়ার দেলোয়ার হোসেনের ছেলে।  

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কেএম শাইখ আকতার ঘাতক বাস চালককে গ্রেপ্তারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, এ ব্যাপারে সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে র‍্যাব ১০, সিপিসি ৩, ফরিদপুর ক্যাম্পে এ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের কানাইপুরের দিগনগরে বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে ১৫ জন নিহত হন। ঘটনার পর ঘাতক বাস চালক পালিয়ে যান। পরে  এদিন রাতে অজ্ঞাত বাস চালককে একমাত্র আসামি করে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।