ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে মেয়াদ উত্তীর্ণ খাবার রাখায় হ্যাচারিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
বাগেরহাটে মেয়াদ উত্তীর্ণ খাবার রাখায় হ্যাচারিকে জরিমানা

বাগেরহাট: বাগেরহাটে সিপি বাংলাদেশ লিমিটেড নামের একটি হ্যাচারিতে গলদা চিংড়ির মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (২২ এপ্রিল) দুপুরে বাগেরহাটের শ্রীঘাট এলাকায় হ্যাচারিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার এ আদেশ দেন।

এসময় তিনি বলেন, গলদা চিংড়ির পোনা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিপি বাংলাদেশ লিমিটেডের ফ্রিজে এক বছর আগের মেয়াদ উত্তীর্ণ খাবার সংরক্ষণ করা ছিল। খাবারগুলো গলদা চিংড়ির রেনু পোনার জন্য রাখা হয়েছিল। এছাড়া বিদেশ থেকে আমদানিকৃত ৪৬ প্যাকেট খাবার ধ্বংস করা হয়েছে।

দায় স্বীকার করে সিপি বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার মোহাম্মদ নাঈম বলেন, আমরা জরিমানার টাকা পরিশোধ করেছি। ভবিষ্যতে আমরা সব ধরনের নিয়ম মেনে পোনা উৎপাদন করব।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।