ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সালথায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
সালথায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

ফরিদপুর: তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। কোনোভাবেই কমছেই না তাপমাত্রার পারদ।

উল্টো দিন দিন বাড়ছে গরম। এমন পরিস্থিতিতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করেছেন ফরিদপুরের সালথার ধর্মপ্রাণ মুসল্লিরা।

তাপদাহ থেকে মুক্তি পেতে ও আল্লার রহমতের বৃষ্টির জন্য বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলাটির মডেল মসজিদ সংলগ্ন ফসলের মাঠের মধ্যে এ নামাজ আদায় করা হয়। এতে উপজেলাটির বিভিন্ন এলাকায় কয়েকশ মুসল্লি অংশ নেন।

নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দুহাত তুলে সালথা তথা পুরো বাংলাদেশে বৃষ্টির জন্য দোয়া করেন।

বিশেষ এই নামাজ ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের  ইমাম মুফতি রবিউল ইসলাম।

মোনাজাত পরিচালনাকারী মুফতি রবিউল ইসলাম বলেন, খরা বা তাপদাহের অবস্থা থেকে নিস্কৃতি পেতে আল্লাহ তা'আলার কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য দোয়া করতে হয়। এই নামাজকে ইসতিসকার নামাজ বলে। আমরা সেটা পড়েছি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২২২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।