ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালপুরে ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
লালপুরে ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, চালক নিহত প্রতীকী ছবি

নাটোর: নাটোরের লালপুর উপজেলার তিলকপুর এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মো. নাজিমুদ্দিন (৩০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

 

বুধবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত নাজিমুদ্দিন পাবনা সদরের জোতকলসা গ্রামের জগলুল হোসেনের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ওই অটোরিকশাটি দুপুরে পাবনা থেকে সাবমার্সেবল পাম্প নিয়ে লালপুর আসছিল। সড়কের তিলকপুর এলাকায় নিমতলী স্কুল মোড়ে এলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা চলন্ত একটি ট্রাকের পেছনে ধাক্কায় দেয় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই ট্রাকের নিচে চাপা পড়ে অটোরিকশাচালক নাজিমুদ্দিন নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান লালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।  

ওসি আরও জানান, ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছে। এ বিষয়ে সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।