মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামে হিট স্ট্রোকে হাজী আব্দুল বারী (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে পড়লে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই মারা যান তিনি।
আব্দুল বারীকের জামাতা আব্দুর রাজ্জাক বলেন, দুপুরে তিনি বাড়ির বাইরে একটু হাঁটাহাঁটি করছিলেন। এসময় শরীর খারাপ লাগলে বাড়িতে চলে আসেন। এরপরেই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই মারা যান।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রেজা বলেন, সন্ধ্যা ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৩৪ শতাংশ।
গত এক সপ্তাহ মেহেরপুর চুয়াডাঙ্গা অঞ্চলে ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। প্রচণ্ড গরমের মানুষ ও প্রাণিকুলে নেমে এসেছে চরম অস্বস্তি।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
আরএ