ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বালু বোঝাই ট্রলির ধাক্কায় মা-ছেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
বাগেরহাটে বালু বোঝাই ট্রলির ধাক্কায় মা-ছেলে নিহত

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে বালু বোঝাই ট্রলির ধাক্কায় ভ্যান চালক আজাহার হাওলাদার (৪৫) ও তার মায়ের মৃত্যু হয়েছে।  

বুধবার (২৪ এপ্রিল) সকালে মোল্লাহাট উপজেলা সড়কে শিকদার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আজাহার হাওলাদার মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের মৃত আকব্বর মোল্লার ছেলে ও রাহিলা বেগম আজাহার হাওলাদারের মা।

জানা যায়, সকালে ভ্যানচালক তার মাকে নিয়ে যাচ্ছিলেন। পথে বালু বোঝাই ট্রলি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও ভ্যানে থাকা তার মা রাহিলা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক রাহিলা বেগমকে মৃত ঘোষণা করেণ। ভ্যানচালক আজাহারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মৃত্যু হয়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, বালু বোঝাই ট্রলির ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।