ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে থেমে থাকা কভার্ডভ্যানে সিএনজির ধাক্কা, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
গাজীপুরে থেমে থাকা কভার্ডভ্যানে সিএনজির ধাক্কা, নিহত ১

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় থেমে থাকা কভার্ডভ্যানে একটি সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় সাইমুন ইসলাম (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনাটি ঘটেছে।

নিহত সাইমুন নেত্রকোনার মোহনগঞ্জ থানার কানুহাড়ী এলাকার শামসুল আলমের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী জানান, গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। সেটি কোনাবাড়ী এলাকায় পৌঁছালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে থেমে থাকা একটি কভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে- মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সাইমুনের মৃত্যু হয়। এ ঘটনায় ওই সিএনজিতে থাকা চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
আরএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।