ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে সাপের ছোবলে প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
শরীয়তপুরে সাপের ছোবলে প্রাণ গেল যুবকের সংগৃহীত ছবি

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জে বিষধর একটি সাপ ছোবলে ইমামুল বেপারী (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার সখিপুর থানার আনু সরকার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইমামুল ওই গ্রামের আব্দুর রাজ্জাক বেপারীর ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে ইমামুল নিজ বাড়িতে ছোট পরিসরে একটি সামাজিক অনুষ্ঠান ছিল। সারাদিন কাজ শেষে রাত ৯টার দিকে গরমে অতিষ্ঠ হয়ে বাড়ির সামনের রাস্তায় বসে মোবাইলে কথা বলছিলেন ইমামুল। সেসময় তাকে বিষধর একটি সাপে ছোবল দিলে তিনি চিৎকার দেন। চিৎকার শুনে স্বজনরা দৌড়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে রাতেই স্বজনরা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক হারুন অর রশীদ বলেন, সাপে কাটা রোগী ইমামুলকে অনেক দেরি করে হাসপাতালে নিয়ে এসেছে তার স্বজনরা। রাতে আমি ও ডাক্তার অমিত তার চিকিৎসা করেছিলাম। অনেক চেষ্টার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।  চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।