ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত নিহত মো. ইয়াকুব মিয়া

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. ইয়াকুব মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।  

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসার এ বারী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

এ সময় আরও ৫ জন আহত হয়েছেন। নিহত ইয়াকুব ওই গ্রামের নাজাতের গোষ্ঠীর মৃত আবদুল্লাহর ছেলে।  

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নরসিংসার গ্রামে নরসিংসার এ বারী উচ্চ বিদ্যালয় মাঠে সামিউন বাসির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নরসিংসার পশ্চিম পাড়া দল উত্তর পাড়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পশ্চিম পাড়া দল বাজি ফুটিয়ে উল্লাস প্রকাশ করে। এসময় উত্তর পাড়া দলের কয়েকজন বাধা দিলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে নাজাতের গোষ্ঠীর কুদ্দুস মেম্বারের ছেলে রায়হান ও তারেকের নেতৃত্বে কয়েকজন ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে ইয়াকুব, জুয়েল, কামাল,আরমানসহ ৫ জন আহত হন। তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াকুবকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসাইন বলেন, হত্যার খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।