ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাসের নিচে ঢুকে যায় বাইক, তারপরই লাগে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
বাসের নিচে ঢুকে যায় বাইক, তারপরই লাগে আগুন

ঢাকা: রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় বাসের নিচে ঢুকে যাওয়া একটি মোটরসাইকেলও পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় বাসের ধাক্কায় মোটরসাইকেলটি বাসের নিচে চলে গেলেও তার চালক ছিটকে রাস্তায় পড়ে যায়।

আহত সেই চালককে সন্ধান করছে পুলিশ।

শনিবার (২৭ এপ্রিল) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিকালের দিকে বনানী নৌবাহিনী সদর দপ্তরের পাশের সড়কে বাসে আগুন এর ঘটনাটি ঘটে। পুলিশ কর্মকর্তা বলেন, জানাযায় জে.কে. পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ফ্লাইওভার দিয়ে দ্রুত গতিতে সড়কে নেমে আসার সঙ্গে সঙ্গেই ফ্লাইওভারের ঢালের কিছুটা দূরের সড়কে একটি মোটরসাইকেল সেই সময় ইউটান নিচ্ছিল। সেই বাসটি ফ্লাইওভার থেকে নেমে আসার কারণে তার গতি নিয়ন্ত্রণ করতে না পারার কারণে ইউটার্ন নেওয়া মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয় এতে মোটরসাইকেলের চালক ছিটকে সড়কে পড়ে যায়। আর মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে গেলে সেই মোটরসাইকেল নিয়ে বাসটি আনুমানিক ২০ ফুট দূরে চলে যায়। এ সময় মোটরসাইকেল ও বাসে আগুন ধরে যায়। সেই আগুনেই বাস ও মোটরসাইকেল প্রায় সম্পূর্ণ পুরে যায়।

বাসের ধাক্কার মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়া সেই  চালকে খুঁজছে পুলিশ। মোটামুটি সরকারি সব হাসপাতালেও খোঁজা হলেও তার সন্ধান এখনো পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে জানা গেছে মোটরসাইকেলে একজনই ছিল। এছাড়া আগুনের কারণে বাসের নামটি একদম দেখা যাচ্ছে না তবে আশেপাশের লোকজন বলেছে বাসটির নাম জে কে পরিবহন। তার চালক হেলপারকেও খোঁজা হচ্ছে।

উল্লেখ্য, আজ(২৭ এপ্রিল) বিকেল ৪টা ২ মিনিটে বনানীতে যাত্রীবাহী বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে।

 

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪

এজেডএস/এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।