ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হরিরামপুরে পদ্মা নদীতে ভাসছিল মাদরাসা শিক্ষার্থীর মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
হরিরামপুরে পদ্মা নদীতে ভাসছিল মাদরাসা শিক্ষার্থীর মরদেহ 

মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় নাঈম (১০) নামে মাদরাসার এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ এপ্রিল) সকালের দিকে উপজেলার আন্ধারমানিক ট্রলারঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত নাঈম জেলার সিংগাইর উপজেলার খাসেরচর এলাকার মৃত এলাহির মিয়ার ছেলে। সে আন্ধারমানিক ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার মক্তব বিভাগের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

নাঈমের মামা আল-আমিন বলেন, তিনদিন আগে নাঈমকে মাদরাসায় আমরা রেখে আসি। কিন্তু দুদিন পরে নিখোঁজ হলেও মাদরাসা শিক্ষকরা আমাদের কিছু জানায়নি। এক নিকট আত্মীয়ের ছেলে একই মাদরাসার ছাত্র, সে আমাদের জানায় নাঈমের মরদেহ পদ্মা নদীতে ভাসমান অবস্থায় আছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর এ আলম জানান, নাঈম নিখোঁজ হওয়ার বিষয় মাদরাসা থেকে লিখিত বা মৌখিকভাবে জানানো হয়নি। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পদ্মা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি ফরিদপুর নৌপুলিশকে জানানো হয়েছে।

ফরিদপুর নৌপুলিশের ইনচার্জ মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে ফরিদপুর থেকে একটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।