ঢাকা, শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, ২৬ শাওয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নড়াইল: জেলার লোহাগড়া উপজেলায় রাজিব ঘোষ (৩৫) নামে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ এপ্রিল) ভোরে লোহাগড়া উপজেলার লুটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ওই গ্রামের ঋষিকেশ ঘোষের ছেলে।

পুলিশ জানায়, সোমবার ভোরে গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাজাহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার লুটিয়া এলাকায় অভিযান চালিয়ে আসামির নিজ বাড়ি থেকে জি আর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি রাজিব ঘোষকে গ্রেপ্তার করেন। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বাংলানিউজকে বলেন, সোমবার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ