ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

শ্রমিকের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই: কেসিসি মেয়র  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, মে ২, ২০২৪
শ্রমিকের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই: কেসিসি মেয়র  

খুলনা: উন্নত ও স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে শ্রমিকদের উন্নত কর্মপরিবেশ, শ্রমিক-মালিক সুসম্পর্ক, শ্রমিকের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক।  

বুধবার( ১মে) বিকেলে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের চত্বরে মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ জেলা ও মহানগর শাখা আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

দিবসের এবারের প্রতিপাদ্য ‘মালিক-শ্রমিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।

সমাবেশে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সহসভাপতি শ্যামল সিংহ রায়, সহসভাপতি নূর ইসলাম বন্দ, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর শ্রমিক লীগের সভাপতি মো. মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রণজিত কুমার ঘোষ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোছলিম উদ্দিন আশা, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. পীর আলী প্রমুখ বক্তৃতা করেন। জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বি এম জাফর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

দিবসটি উপলক্ষ্যে পরে মেয়রের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা,মে ২, ২০২৪

এমআরএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।